সাকিব, মাহমুদউল্লাহকে বাদ দিয়েই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চুক্তিতে তার নাম না রাখতে বিসিবিকে অনুরোধ করেন তিনি।
বিসিবির এই কেন্দ্রীয় চুক্তি কার্যকর থাকবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১ মার্চ থেকে মাহমুদউল্লাহ চুক্তির বাইরে থাকবেন। এছাড়া, চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকেও।
‘এ’ ক্যাটাগরিতে থাকলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ার কারণে চলতি মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাচ্ছেন মুশফিকুর রহিম।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার সংস্করণভিত্তিক চুক্তি না হয়ে চারটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন বেতন পাবেন।
ইউএ / টিডিএস