ম্যাচে অপেশাদার আচরণের জন্য শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়।
মঙ্গলবার (৪ মার্চ) ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের স্বাদ পায় এনামুল হক বিজয়ের দল। শুধু পরাজয়ই নয় সেই সঙ্গে শুনতে হয়েছে আরেক দুঃসংবাদ। ম্যাচে অপেশাদার আচরণের কারণে শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়।
মূলত বাজে আচরণের কারণেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এনামুল হক বিজয়কে। বিকেএসপির ৩ নম্বর মাঠে ইনিংসের প্রথম বলেই শরিফুল ইসলামের ডেলিভারিতে আউট হন তিনি। আম্পায়ার মনে করেন বল বিজয়ের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে গেছে। তবে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিজয়। মাঠ ছাড়ার সময় আম্পায়ারের প্রতি অপেশাদার আচরণ করেন তিনি। ফলে জরিমানার মুখে পড়তে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ককে।
চলতি ডিপিএলে আম্পায়ারদের সিদ্ধান্তে ব্যাটারদের মেজাজ হারানোর ঘটনা দ্বিতীয়বার ঘটলো। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই রান আউট সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে সেই ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরাফান শুক্কুর ও ম্যানেজার দেব চৌধুরীকে শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে।
ইউএ / টিডিএস