ইরানে বাংলাদেশ নারী কাবাডি দল

স্পোর্টস ডেস্ক

ইরানের পারদিস শহরে আগামীকাল সোমবার শুরু হতে যাচ্ছে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশও। ৬ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশের ১৪ সদস্যের দল দুই ভাগে বিভক্ত হয়ে ইরান পৌঁছেছে।

বাংলাদেশ দলের কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস, আর সহকারী কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রাবণী মল্লিক।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা এবং খাদিজা খাতুন।

নারী জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছিল ১০ জানুয়ারি, ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আবাসিক ক্যাম্পে। সেখানে অনুশীলন করে তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়েছে।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ষষ্ঠ আসর। ২০০৫ সালে প্রথম আসরে ব্রোঞ্জপদক জয় করেছিল বাংলাদেশ, এবং এবার ইরানে আয়োজিত ষষ্ঠ আসরে পদক জয়ের প্রত্যাশা করছে তারা।

দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘যদি বলি আমাদের লক্ষ্য স্বর্ণ কিংবা রৌপ্য সেটা বাস্তব সম্মত হবে না। ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মানতে হবে আমাদের। আমি বিশ্বাস করি, ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্যই থাকবে আমাদের।’

সুপ্তি / টিডিএস

You may also like