সম্প্রতি জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে কোচিং ক্যারিয়ার শুরু করার আগে, শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছিল তার শেষ কর্মদিবস। বিদায়বেলায় তিনি নিজের ক্যারিয়ারের প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা শেয়ার করেছেন, যেখানে সাকিব আল হাসান একটি বিশেষ জায়গা দখল করেছেন।
কিছুদিন আগে পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে হান্নান জানিয়েছিলেন, সাকিবের দেশের মাটিতে বিদায়ী টেস্ট না হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অপূর্ণতা। বিসিবির দায়িত্ব ছাড়ার পর রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি পুনরায় এই বিষয়টি তুলে ধরেন।
হান্নান জানান, তার প্রাপ্তির তালিকাতেও আছেন সাকিব। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো একই দলে খেলার সুযোগ হয়নি। যখন সে ক্যারিয়ার শুরু করে, তখন আমার শেষের দিকের সময়। একই দলে ম্যানেজার বা কোচ হিসেবে কাজ করিনি, কিন্তু নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি শেষ এক বছরে। বিদায়ের সময় এটা আমার জন্য বড় প্রাপ্তি।’
তবে সাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে প্রাপ্তি মনে করলেও, তার বিদায়ী টেস্ট মাঠে আয়োজন করতে না পারাকে বড় এক অপূর্ণতা হিসেবে দেখছেন হান্নান। তিনি বলেন, ‘মন চাইলেই বলা যায় না যে, আমাদের একজন নতুন সাকিব আল হাসান চলে আসবে। আমি ৮ বছর বয়সভিত্তিক দলে কাজ করেছি, ১ বছর ছিলাম জাতীয় দলের নির্বাচক। কিন্তু সাকিব আল হাসানের মতো ক্রিকেটার একজনই। তার সঙ্গে এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি—এটা যেমন আমার জন্য বড় পাওয়া, তেমনি সবচেয়ে বড় আফসোস, তিনি মাঠ থেকে বিদায় নিতে পারেননি।’
সুপ্তি / টিডিএস