বিশ্ব জুনিয়র দাবায় মননের ছন্দপতন

স্পোর্টস ডেস্ক

ইউরোপের মন্টেনেগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের ছন্দপতন হয়েছে। প্রথম রাউন্ডে ড্র করার পর দ্বিতীয় রাউন্ডে জয় পান তিনি। কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে টানা দুটি ম্যাচে পরাজিত হন। এর ফলে মাত্র দেড় পয়েন্ট নিয়ে তার অবস্থান ১১১তম।

তৃতীয় রাউন্ডে মনন মিশরের ওয়াফা হামেদের বিপক্ষে কালো ঘুটি নিয়ে পরাজিত হন। গতকাল চতুর্থ রাউন্ডে তিনি চাইনিজ দাবাড়ু ইউফানের বিপক্ষে সাদা ঘুটি নিয়েও হেরেছেন। মননের রেটিং ২৪৩১, যেখানে তার পরাজিত প্রতিপক্ষদের রেটিং ছিল তার চেয়ে কম।

বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু, ফিদে মাস্টার তাহসনি তাজওয়ারও অংশ নিচ্ছেন। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে, তাজওয়ার চার রাউন্ড শেষে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন এবং তার অবস্থান ৬৭তম। প্রথম রাউন্ডে ওয়াকওভার পাওয়ার পর তৃতীয় রাউন্ডে তিনি আমেরিকান তুর্কমেনিস্তানের দাবাড়ুকে পরাজিত করেন, তবে চতুর্থ রাউন্ডে মার্কিন আন্তর্জাতিক মাস্টারের কাছে হারেন।

জাতীয় চ্যাম্পিয়ন মননের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া এবং তাহসনি তাজওয়ারের লক্ষ্য আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করা। ১১ রাউন্ডের প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশের দাবাড়ুরা তেমন ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি।

ম্যাচ পরাজিত হলে অপেক্ষাকৃত দুর্বল রেটিংয়ের বিপক্ষে খেলা কঠিন হয়ে ওঠে এবং এই হার তাদের আরও পিছিয়ে দিচ্ছে। নর্ম অর্জন করতে হলে আগামী রাউন্ডগুলোতে তাদের ধারাবাহিক জয় প্রয়োজন।

সুপ্তি / টিডিএস

You may also like