বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

স্পোর্টস ডেস্ক

সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হানকে বিশ্ব ইনডোরে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন প্রথম আলোকেবাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অন্যতম যুগ্ম সম্পাদক ও বাছাই কমিটির সদস্য কিতাব আলী । মার্চে চীনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেবেন জহির রায়হান।

বর্তমান দ্রুততম মানব মোঃ ইসমাইলের পরিবর্তে জহির কেন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।’

বাছাই কমিটির সদস্য কিতাব আলী ব্যাখ্যা করলেন কেন তাঁরা জহিরকে বেছে নিয়েছেন, ‘প্রথম কথা হলো ইনডোর এশিয়ানে জহির দ্বিতীয় হয়েছিল। গত জাতীয় অ্যাথলেটিকসে তাঁর টাইমিং ছিল ৪৭.৭৬ সেকেন্ড। এবারের ন্যাশনালে টাইমিং ৪৭.৭২ সেকেন্ড। এ পারফরম্যান্স বিবেচনায় জহিরকেই আমরা মনোনীত করেছি। জহিরের সঙ্গে তুলনা করলে কোনোভাবেই ইসমাইলকে নেওয়া যায় না।’

এবার জাতীয় পর্যায়ে খেলেননি ইমরান। তার অনুপস্থিতিতে ইসমাইল আবারও দ্রুততম মানব হলেও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে আক্ষেপভরা ইসমাইলের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, ‘নো কমেন্টস!’

কিছুদিন আগে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে দশমবারের মতো সোনা জেতেন জহির। তার আগে, গত বছরের ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে ৪০০ মিটার দৌড়ে রুপা জেতেন এই অ্যাথলেট।

ইউএ / টিডিএস

You may also like