ডিপিএল প্রস্তুতিতে আবাহনীর অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক

নতুন বছরে নতুন এক মৌসুমের জন্য আবাহনী তাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অভিযান শুরু করছে। গত বছরের দলের তিনজন ক্রিকেটার এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। পাশাপাশি, নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার, যিনি দায়িত্ব নেওয়ার পর দল গঠনের কাজ শুরু করেছেন।

এবার আবাহনী সবার আগে মাঠে নেমে অনুশীলন শুরু করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু হয়। প্রথম দিনের অনুশীলনে প্রায় সকল ক্রিকেটারই অংশ নেন। হান্নান সরকারের নেতৃত্বে অনুশীলনে দেখা গেছে মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের।

অনুশীলন শুরুর প্রথম দিনেই ক্রিকেটাররা মাঠে কঠোর পরিশ্রম করেছেন। গত মৌসুমের দল থেকে এবার তিনজন খেলোয়াড় রয়েছেন, তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাহিদ রানা। নতুন করে দলে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিথুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল এবং আনামুল হক।

অফিসিয়াল দল পরিবর্তনের পর আফিফ হোসেনের জায়গায় যুক্ত হয়েছেন মুমিনুল হক। এ ছাড়াও, মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন ও শামসুল অনিক দলে রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের ট্রেনার হিসেবে অনুশীলনে ছিলেন ইফতেখার ইফতি, এবং ফিজিও হিসেবে দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক সানি।

সুপ্তি / টিডিএস

You may also like