ক্রিকেটের আবেগে ভাসছে বরিশাল, তামিমদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক

বরিশালের বেলস পার্কে ছিল এক বিপুল জনসমুদ্র। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। বিপিএলের টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণ করতে যেন স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ঢল নামে বেলস পার্কে।

ফ্র্যাঞ্চাইজির বিপিএল সাফল্যে মাতানো মুশফিকুর রহিম সমর্থকদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন, “ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।” ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের এমন উচ্ছ্বসিত সমর্থকদের উপস্থিতি যেন টুর্নামেন্টের বড় বিজ্ঞাপন হয়ে উঠল।

ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রামের যে ভেন্যুতেই বরিশালের খেলা হয়েছে, সেখানে স্থানীয় সমর্থকদের উপস্থিতি ছিল চমকপ্রদ। বিপিএল ফাইনাল দেখতে বরিশাল থেকেও অনেকে ঢাকায় গিয়েছিলেন। এবার ঘরের মাঠে তাদের সমর্থন আরও এক দৃষ্টান্ত স্থাপন করল।

গত বছর শিরোপা জয়ের পর বরিশাল ট্রফি নিয়ে বাড়ি ফিরতে না পারলেও, এবার শিরোপা জেতার পর তামিম ইকবাল আগেভাগেই ট্রফি-ট্যুরের ঘোষণা দিয়েছিলেন। এবং তার প্রতিশ্রুতি রেখেই, দুই আসরের দুই ট্রফি নিয়ে আজ (রোববার) দুপুরে চাটার্ড বিমানে বরিশালে উড়ে যান দলটির সব ক্রিকেটার। এই সময় দলের কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটাররা তাদের সঙ্গে ছিলেন।

বরিশাল বিমানবন্দরে নামার পর হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। এরপর, ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন জায়গায় যান এবং নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভক্তরা তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ পান।

বরিশালে চ্যাম্পিয়নদের আগমন উপলক্ষে এক কনসার্টেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজই ঢাকায় ফিরে যাবেন তামিমরা।

You may also like