নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৩১ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তিনি অধিনায়কত্ব থেকে সরে আসবেন।
বর্তমান নারী ফুটবলের সঙ্কটের মধ্যে, পিটার বাটলারকে বয়কট করা ১৮ নারী ফুটবলার সামাজিক মাধ্যমের আক্রমণের শিকার হচ্ছেন। এ ঘটনায় সাবিনা খাতুনকে ‘নাটের গুরু’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা তাকে এবং অন্যান্য নারী ফুটবলারদের মধ্যে বিরক্তির জন্ম দিয়েছে। দলের এক সদস্য, মাতসুশিমা সুমাইয়াকে তো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সামাজিক আলোচনার মধ্যে, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে সাবিনা খাতুন বলেছেন, ‘বয়কট ইস্যুর সমাধান হলেই আমি অধিনায়ত্ব ছেড়ে দেব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নানা অভিযোগের বিষয়ে সাবিনা বলেন, ‘যারা নানা ভিত্তিহীন কথা বলেছেন বা লিখেছেন; আমি তাদের বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনে যাবো।’
নারী ফুটবলের সঙ্কট সমাধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ এম আউয়াল সম্প্রতি একটি বিশেষ কমিটির প্রতিবেদন পেয়েছেন। তিনি নারী ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন এবং কঠোর অবস্থান থেকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন, তবে পরিস্থিতি তেমন বদলায়নি।
এ বিষয়ে সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা নিজেদের কথা পরিষ্কার করে বাফুফে সভাপতি (তাবিথ এম আউয়াল)-কে বলেছি। কঠোর অবস্থান থেকে ফিরে আসা কেন সম্ভব না—তাও জানিয়েছি।’
সুপ্তি / টিডিএস