লঞ্চের বদলে বিমানে বরিশাল যাচ্ছে ট্রফি

স্পোর্টস ডেস্ক

চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। এরপর শোনা যাচ্ছিল লঞ্চে চড়ে বরিশালে যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলান বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

লঞ্চে নয়, এবার বিমানে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ১টা ১৫ মিনিটের ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ার কথা ছিল বরিশাল দলের। তবে এখন পর্যন্ত তাদের ফ্লাইট বিলম্বিত হয়েছে।

দুপুর দেড়টা পর্যন্ত বরিশালের বিমান আকাশে উড়েনি। তবে শিগগিরই তামিম ইকবাল ও তার সতীর্থরা বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী, জাগোনিউজকে।

বরিশালবাসী তাদের প্রিয় দলের জন্য আয়োজন করেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের প্রাণকেন্দ্র বেলস পার্কে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবে এই অনুষ্ঠান। এখানে তামিমদের বরণ করবেন তারা এবং হাজার হাজার ভক্ত-সমর্থক তাদের ভালোবাসায় সিক্ত করবেন ফ্র্যাঞ্চাইজির সকল ক্রিকেটারদের।

সুপ্তি / টিডিএস

You may also like