বাফুফে সভাপতির অনুরোধেও মাঠে অনুশীলনে ফিরেনি ১৮ নারী ফুটবলাররা ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রায় এক মাস পর দেশে ফিরেছেন বাফুফে সভাপতি তাবিথ। এর পর থেকেই নারী ফুটবলের সংকট উত্তরণে কাজ শুরু করেন তিনি। তাবিথ নারী ফুটবলারদের সঙ্গে সমস্যা সমাধানে আলোচনা করেন।
খেলোয়াড়দের অভাব-অভিযোগ সব শুনে খেলোয়াড়দের সম্মান-মর্যাদা নিশ্চিতের পরেও পিটারের অধীনে অনুশীলন করার নির্দেশনাও দিয়েছিলেন ফেডারেশনের নতুন সভাপতি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ নারী দলের অনুশীলন ছিল না। বাফুফে কর্তাদের অনুমান ছিল– সভাপতির আশ্বাস ও নির্দেশনায় শুক্রবার সারাদিন চিন্তা ভাবনা করে ১৮ জন ফুটবলারের মধ্যে অন্তত কয়েকজন আজকের অনুশীলনে যাবেন।
সাবিনাদের একাত্মতা তাদের অনুমানকে ভুল প্রমাণ করেছে। সভাপতির অনুরোধও ফুটবলারদের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। পিটার বাটলারকে বয়কট করা ১৮ জনের একজনও অনুশীলনে যাননি। সিনিয়র দলে থাকা অবশিষ্ট ১২ জন এবং অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে আজও অনুশীলন করেছেন ব্রিটিশ কোচ পিটার।
ইউএ / টিডিএস