স্টেডিয়াম ঘিরে চলছে উৎসবের আমেজ

স্পোর্টস ডেস্ক

দর্শকদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ফাইনাল মঞ্চে পৌঁছেছে। নানা চড়াই-উৎরাই ও বিতর্ক কারণে এই ফাইনাল ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

ফাইনালকে ঘিরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে ইতিমধ্যেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে । বিকেল সাড়ে চারটার মধ্যেই গ্যালারির অধিকাংশ সিট পূর্ণ হয়ে গেছে। মাঠের বাইরে অপেক্ষমাণ দর্শকরা উপভোগ করছেন উত্তেজনা।

গ্যালারি এবং মাঠের বাইরে ফরচুন বরিশালের সমর্থকরা সবচেয়ে বেশি। গ্যালারি সেজেছে লাল রঙে। অনেকের হাতে প্লেকার্ড, কারো মাথায় বা হাতে ব্যান্ড। “বরিশাল-বরিশাল” স্লোগানে গর্জে উঠছে গ্যালারি, বাতাসে যেন উত্তেজনা। অন্যদিকে, চিটাগং কিংসের সমর্থকরা হাতে গোনা, কিন্তু তাদের উৎসাহও কম নয়।

ফরচুন বরিশালের খেলোয়াড়রা শেষ মুহূর্তে মাঠে গা গরম করছেন। মুশফিক-মাহমুদউল্লাহরা ফুটবল খেলায় মেতে উঠেছেন। অন্যপ্রান্তে চিটাগং কিংসের কয়েকজন ক্রিকেটার ব্যাট-বল নিয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছেন।

সুপ্তি / টিডিএস

You may also like