হঠাৎ কেন চলে গেলেন ইয়াশা সাগর

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ইয়াশা সাগর।

বিপিএলে চিটাগাং কিংসের বিদেশি হোস্ট হিসেবে ইয়াশা সাগর ছিলেন ব্যাপক আলোচনায়। ম্যাচের আগে এবং পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয় উপস্থিতি থাকতো। কানাডিয়ান মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টার এই শ্রীলঙ্কান বংশোদ্ভূত তার আকর্ষণীয় লুক ও মায়াবী চাহনির মাধ্যমে অল্প সময়েই বিপিএলে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের মাঝে ইয়াশা সাগর নিয়ে ছিল বেশ উত্তেজনা। মিরপুর, চট্টগ্রাম এবং সিলেটের মাঠগুলো প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছিল তার নামে। তবে সম্প্রতি কয়েকদিন ধরে এই উপস্থাপিকাকে আর স্টেডিয়াম বা সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখা যাচ্ছে না।

তথ্য পাওয়া যায় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিছুটা সমস্যা হয়েছিল। চট্টগ্রাম মালিকপক্ষও উকিল নোটিশ পাঠিয়েছিল যা শেষে ইয়াশাকে চলে যেতে বাধ্য করে।

ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’

তিনি আরও বলেন , তাকে কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’

ভারতীয় বংশোদ্ভূত ইয়াশা অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও পরিচিত। এটি ছিল তার প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে আগমন।

ইউএ / টিডিএস

You may also like