চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা

স্পোর্টস ডেস্ক

৮ দলের টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা ১২ জনের মধ্যে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা থাকলেও তালিকায় নেই ভারতের কোনো আম্পায়ার। আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবে ১২ জন এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনজন।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ম্যাচ পরিচালনা করেন শরফুদ্দৌলা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন ৪৮ বছর বয়সী এই আম্পায়ার। যার মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন তিনি।

মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ২০২৪ সালের মার্চে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে তাঁর অভিষেক হয়।

ইউএ / টিডিএস

You may also like