বিপিএলের চলতি আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। রাতে প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। আর কোয়ালিফায়ারের আগে বরিশাল দলে যুক্ত হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স।
টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলা মায়ার্স আবারও কোয়ালিফায়ার ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন।
এদিকে, বরিশাল কিউই পেসার অ্যাডাম মিলনে এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে আনার পরিকল্পনা করেছিল। কিন্তু ব্যস্ততার কারণে এই দুই ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না।
অপরদিকে, প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের নতুন কোনো বিদেশি ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা নেই। ১২ ম্যাচে আটটি জয় নিয়ে প্লে অফে জায়গা করে নেওয়া চিটাগং তাদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট।
বিপিএলের প্লে অফে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাররা সবাই গত কিছুদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন। বরিশালের কাইল মায়ার্সও আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।
সুপ্তি / টিডিএস