খুলনার বিপক্ষে ৮৫ রানে অল আউট রংপুর

স্পোর্টস ডেস্ক

খুলনার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রান টার্গেট দিয়েছেন রংপুর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।

অধিনায়ক নুরুল হাসান সোহান দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন। মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৩ রান। প্লে-অফের জন্য দলে যোগ করা হয়েছিল ক্যারিবীয় আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার টিম ডেভিডকে। তবে দুজনই ব্যর্থ হয়েছেন।

ইউএ / টিডিএস

You may also like