উইকেট খুইয়ে বিপদে রংপুর

স্পোর্টস ডেস্ক

এলিমিনেটরের বাঁচা মরার ম্যাচে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপ ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্সরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। ব্যাট করতে নেমে মহাবিপদে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো সৌম্য সরকারকে। দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরে গেছেন রংপুরের এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে রংপুর। পরের ওভারে নাসুমের শিকার হয়ে ফিরে যান ভিন্স। ৭ বলে মাত্র ১ রান করতে পেরেছেন এই ব্যাটার।

টপ-অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর। শেষ দিকে মাঠে নামবেন আন্দ্রে রাসেলরা। ঢাকায় পা রেখেই ম্যাচ খেলতে নেমেছে তারা।

আসরের শুরুর দিকে টানা আট ম্যাচ জিতে ধরা-ছোঁয়ার বাইরে ছিল রাইডার্সরা। সবশেষ চার ম্যাচ টানা হেরে টেবিলের তিনে থেমে গ্রুপ পর্ব শেষ করেছে নুরুল হাসান সোহানের দল। আজ হেরে গেলেই বিদায় হয়ে যাবে রংপুরের।

ইউএ / টিডিএস

You may also like