মাঠে বরাবরই আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত তানজিম হাসান সাকিব। তবে মাঝে মাঝে এই আগ্রাসন তাকে বিপদেও ফেলেছে। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্টের কারণে দুই ম্যাচে নিষিদ্ধ হতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের এই পেসারকে।
বুধবার (৩০ জানুয়ারি) বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামার পর প্রতিপক্ষের বিদেশি ক্রিকেটার ক্লার্ককে আউট করেই আগ্রাসী মনোভাব দেখান সাকিব। ম্যাচ অফিসিয়ালদের নজরে পড়ে যাওয়ায়, ম্যাচ শেষে তাকে শাস্তির মুখে পড়তে হয়।
আগ্রাসী আচরণের জন্য গতকাল ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে দুটি ডিমেরিট পয়েন্ট দেন এবং তার ম্যাচ ফির ১০% কর্তন করেন। এর আগে চলতি বিপিএলে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।
সবমিলিয়ে ২৪ মাসে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকায় শাস্তিস্বরূপ তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এটি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে প্রযোজ্য হবে। সিলেট স্ট্রাইকার্স বিপিএল থেকে ছিটকে যাওয়ায় সাকিব আর এই টুর্নামেন্টে খেলবেন না। আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব প্রথম দুটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না এবং তাকে ডাগআউটে থাকতে হবে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের জন্য কোনো বাধা নেই। তিনি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং টাইগারদের হয়ে খেলবেন।
সুপ্তি / টিডিএস