ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ রাজশাহীর

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানার মাঝে রাজশাহী টিম কর্তৃপক্ষ স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজশাহী খেলোয়াড়দের বলা হয়েছে যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারবে। এটি অপশনালভাবে বলা হয়েছে এবং হোটেল ছাড়ার সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর নির্ভর করছে।

বিপিএলে বিতর্কিত কর্মকাণ্ডে বারবার উঠে এসেছে দুর্বার রাজশাহী দলের নাম। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন, কিংবা চেক বাউন্স—সবকিছুতেই সমালোচিত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত দল হিসেবে তাদের নাম উঠে এসেছে। যেখানে মাঠের বাইরের নানা বিতর্ক ক্রমাগত তাদের পেছনে ছুটছে।

রাজশাহী দলের এক ক্রিকেটার জানিয়েছেন, হোটেল ছাড়ার কোনো চাপ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, শুধুমাত্র ক্রিকেটারদের জন্য একটি অপশন দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি হোটেলে ফেরার কথা বলা হয়েছে এবং ২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের সময় নিয়েছে রাজশাহী ম্যানেজমেন্ট।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, “কিছু ক্রিকেটারের অনুরোধের পর দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ইউএ / টিডিএস

You may also like