দুই ম্যাচ বাকি থাকতেই খুলনা টাইগার্স দলে যুক্ত করেছে বাংলাদেশি পেসার মুশফিক হাসানকে।
বুধবার(২৯ জানুয়ারি ) তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।ইনজুরির কারণে চলমান বিপিএল আসরের ড্রাফটে ছিলেন না মুশফিক। তবে তিনি এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এবং এই কারণেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় লাভ করেছে দক্ষিণ অঞ্চলের দলটি। গ্রুপ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে খুলনা দলের। জীবিত স্বপ্ন টিকিয়ে রাখতেই সম্ভবত শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়েছে নতুন এই পেসারকে।
বর্তমানে তারা টেবিলের ৫ম স্থানে রয়েছে। পরবর্তী দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। দুই ম্যাচে জয়লাভ করতে পারলেই প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
ইউএ / টিডিএস