আবারও চেক বাউন্স, পারিশ্রমিক পাইনি রাজশাহী দল

স্পোর্টস ডেস্ক

আরও একবার চেক বাউন্সের শিকার হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের যে চেক দেওয়া হয়েছিল তা ব্যাংকে জমা দেওয়ার পরও টাকার অভাবে পারিশ্রমিক তুলতে পারেননি তারা।

তাদের দুর্বারের উদাহরণ শেষ হয়নি। শেষতম ঘটনায়, পারিশ্রমিক না দেওয়ার কারণে বিদেশি ক্রিকেটাররা ম্যাচ খেলা থেকে বিরত হন। তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও অর্থ পরিশোধ না হওয়ায় তারা মাঠে নামেননি। এমনটি বিপিএল ইতিহাসে প্রথমবার ঘটল। বিশেষ অনুমোদনের মাধ্যমে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে রাজশাহী ম্যাচ খেলেছে, এবং অবিশ্বাস্যভাবে রংপুর রাইডার্সকে হারিয়েছে।

সূত্রে জানা গেছে, রবিবার (২৬ জানুয়ারি) ম্যাচের আগে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য চেক দেওয়া হয়েছিল। তবে পরদিন (২৭ জানুয়ারি) ব্যাংকে জমা দেওয়ার সময় চেকটি ফেরত আসে। কারণ অ্যাকাউন্টে অর্থ ছিল না। এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা হতাশ হয়েছেন। কিন্তু বিসিবি আশ্বাস দেওয়ায় তারা শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন।

তবে বিদেশি ক্রিকেটারদের সাথে সমস্যা এখনও মিটেনি। চার বিদেশি ক্রিকেটার নিয়ে খেলার পরিকল্পনা থাকলেও তাদের মধ্যে দুই জনকেই মাঠে নামানো হয়েছে। কারণ মালিক পক্ষ বিদেশিদের চেক দিয়ে ফেরত এসেছে।

এছাড়া জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে হোটেল বিলও পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার ফলে ম্যাচের দিন সকালে ঢাকার হোটেল বদলাতে বাধ্য হতে হয়েছে।

এই পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য এক বড় ধরনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ডের ইতিবাচক কাজগুলো ম্লান হয়ে গেছে এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দুর্বলতা তাদের সুনামকে চ্যালেঞ্জ করছে।

সুপ্তি / টিডিএস

You may also like