পেমেন্ট ইস্যুতে ম্যাচ বয়কট করার কারণে টাকা নিয়ে রুমের কড়া নাড়লেও দরজা খোলেনি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।বিসিবির পক্ষ থেকে খেলা শুরুর আগে হোটেলে গাড়ি পাঠানো হলেও বদলায়নি চিত্র।
রবিবার (২৬ জানুয়ারি ) ম্যাচে খেলোয়াড়দের অনুপস্থিতি নাটকীয়তার জন্ম দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রেও ছিল কিছু তিক্ততা। পরে বিসিবির সিদ্ধান্তে বাকি খেলোয়াড়রা মাঠে নামেন। খেলায় জয় পেয়েছে ঠিকই কিন্তু মাঠের বাইরের নানা বিতর্ক এবং সমস্যা বিপিএলকে লজ্জাজনক করে তুলেছে।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে তাসকিন বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম।’
ম্যাচ সম্পর্কে অধিনায়কের মন্তব্য, ‘শুরুতে সবাই একটু হতাশ ছিলাম। যখন ১২০ রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এতো সহজ না আজকের উইকেটটা। হয়তো ১৫-২০ রান কম ছিল কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি।’
ইউএ / টিডিএস