কোনো বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, নিয়ম নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন মাঠের বাইরে একের পর এক বিতর্কে আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। দলের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলমান অশান্তির কারণে ফ্র্যাঞ্চাইজিটি রীতিমতো বিপাকে পড়েছে। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে তারা কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামছে।

তবে বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি দলকে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হবে। গঠনতন্ত্রে বলা হয়েছে, ‘বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরের যেকোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে নূন্যতম দুইজন বা সর্বোচ্চ চার জন বিদেশি নিয়ে মাঠে নামতে হবে।’

তবে ম্যাচ শুরুর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, রাজশাহী আজকের ম্যাচের আগে বিসিবিকে অনুরোধ জানায় যে কোনো বিদেশি ছাড়া তাদের যেন এই ম্যাচ খেলতে দেওয়া হয়। রাজশাহীর সেই অনুরোধের পর ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘বিদেশী খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার জন্য বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে বিশেষ অনুমোদনের জন্য আবেদন করেছে দুর্বার রাজশাহী।’

‘অনুরোধটি পর্যালোচনা করার পর এবং বিপিএলের ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ এ বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার অনুমোদন দিয়েছে।’-যোগ করা হয়েছে বিবৃতিতে।

সুপ্তি / টিডিএস

You may also like