বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু সেই সুযোগও হাতছাড়া হয়ে গেছে জুনিয়র টাইগ্রেসদের।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারদের বিরুদ্ধে ৮ উইকেটের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, আর এক ম্যাচ বাকি রেখেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

রবিবার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সের গ্রুপ ওয়ান ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। জবাবে, মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারে জয় নিশ্চিত করে ভারত।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু হয় দলীয় ৯ রানে, যেখানে শুরুর পাঁচ ব্যাটার দুই অঙ্কের রানও পেতে পারেননি। ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও সুমাইয়া আক্তার ৩১ রানের পার্টনারশিপ গড়েন, তবে মাওয়া এলবিডব্লিউ হয়ে বিদায় নিলে জুটি ভেঙে যায়। মাওয়া ২০ বল খেলে ১৪ রান করেন, আর সুমাইয়া ২৯ বল খেলে ২১ রান করেন।

সহজ লক্ষ্য তাড়ায় ভারতের ব্যাটাররা দারুণ ব্যাটিং করেন। ওপেনার গঙ্গাদি তৃশা ৩১ বলে ৪০ রান করেন। ৮ উইকেটে জয় পেয়ে গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।

বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার একমাত্র সুযোগ। ২ পয়েন্ট এগিয়ে থাকা ভারত এই ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় ৪ পয়েন্ট এগিয়ে যেত, এবং শেষ ম্যাচ জিতলেও কাজ হতো না। এখন, ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে সুমাইয়া আক্তারের দল।

সুপ্তি / টিডিএস

You may also like