ভারতের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সুপার সিক্সে ভারতীয় দলের বিপক্ষে বড় পুঁজি গড়তে পারেননি নারী ক্রিকেটাররা। শুরুতে ব্যাট করতে নেমে ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

রবিবার (২৬ জানুয়ারি ) ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ হোঁচট খায়। দলের সর্বোচ্চ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। তিনি ২৯ বলে ২১ রান করেন।

শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। যা বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার চেষ্টা চালিয়ে ৩১ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন।

বাংলাদেশের জন্য এখন একমাত্র লক্ষ্য হতে পারে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং আগামী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা। ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে। এই ম্যাচটি তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে বিশ্বকাপে টিকে থাকার জন্য।

ইউএ / টিডিএস

You may also like