বিপিএল চলতি মৌসুমে চট্টগ্রাম কিংসের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম দুর্দান্ত ফর্মে রয়েছেন। রহস্য স্পিন ও দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জন্য ভরসা হয়ে উঠেছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কারণে মাঝপথে পরীক্ষার সম্মুখীন হন এই তরুণ স্পিনার।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হন। তবে শর্তসাপেক্ষে তার বোলিং অব্যাহত রাখতে বলা হয়েছে।
বিপিএল চলাকালীন আম্পায়াররা আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। মিরপুর স্টেডিয়ামে পরীক্ষা দেওয়ার পর তিনি উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে এই সুখবর জানায়।
তবে আলিসকে তার বিশেষ ডেলিভারি ‘দোসরা’ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রহস্য স্পিনার আলিস তার বোলিংয়ের সময় গ্রিপ লুকিয়ে ‘দোসরা’ ডেলিভারি করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম আলোচ্য বিষয়।
এছাড়া চলতি বিপিএলে আলিস আল ইসলাম অসাধারণ ছন্দে রয়েছেন। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। তবে, ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ ওঠে এবং পরবর্তী ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। এরপর, ঢাকার বিপক্ষে গত বুধবার ফের তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে এবং তাকে আবারও পরীক্ষা দিতে হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন আলিস। তবে সেই সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরীক্ষার ফল তার বিপক্ষে গেলে তিনি বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনেন।
এবারের পরীক্ষায় সফল হলেও বিশেষ ডেলিভারি এড়িয়ে চলার শর্ত আলিসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তার পরবর্তী পারফরম্যান্স কীভাবে প্রভাবিত হয়, তা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সুপ্তি / টিডিএস