চলমান বিপিএলের বকেয়া পারিশ্রমিক নিয়ে বিতর্কের কারণে নারী বিপিএল আয়োজনের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। পুরোপুরি প্রক্রিয়াটি থেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় বিপিএলের বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যা নারী বিপিএল আয়োজনের পরিকল্পনাতেও প্রভাব ফেলেছে। পুরুষদের বিপিএল শুরুর পর নারীদের টুর্নামেন্ট শুরুর সময় নিয়ে এখনই কোনো চট জলদি করতে চাচ্ছে না বিসিবি।
আলোচনা শেষে বিসিবির পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের সামনে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম এবং বিপিএলের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তাদের মতামত শোনা গিয়েছে।
নারী বিপিএল নিয়ে প্রশ্ন উঠলে ইফতেখার রহমান মিঠু জানান, “তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পুরুষ ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য এখনো রয়ে গেছে যা বিশ্বজুড়ে বেশ আলোচিত। আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডগুলি এই সমস্যা কমানোর জন্য কাজ করছে। বাংলাদেশও সেই উদ্যোগে অংশ নিতে শুরু করেছে। তবে আশার দিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বিসিবি প্রথমবারের মতো ৩ দল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস নিয়ে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে। যা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে। ২০২৩ সালে এমন ঘোষণা এসেছিল কিন্তু বিভিন্ন কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
ইউএ / টিডিএস