বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরি সমস্যা নিয়ে বিপর্যস্ত। নতুন করে ইনজুরির কারণে টপলি নিজের দেশে ফিরে গেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) সিলেট ফ্র্যাঞ্চাইজি তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, টপলি ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন।
এছাড়া তার হ্যামস্ট্রিং সমস্যার কারণে বাঁ-হাতি এই পেসারের কুঁচকিতেও ব্যথা রয়েছে। ফলে চোটের পুনর্বাসন চলাকালীন তাকে বিশ্রামে থাকতে হবে।
এবারের বিপিএলে টপলি খুব একটা ভালো করতে পারেননি। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর আগে রাহকিম কর্নওয়ালও ইনজুরির কারণে বিপিএল ছেড়ে চলে গেছেন।
দলে ইনজুরির হানা নিয়ে সিলেটের অধিনায়ক আরিফুল হক বলেছেন, ‘আমাদের উইকেটকিপার চারজন। ৪ কিপার থাকার পরও রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ জাকের আলি অনিকের ব্যাকে (পিঠে), জাকির হাসানের হাঁটু এবং জর্জ মুনসির আঙুলে চোট। ওরা কেউ কিপিং করতে পারছে না। বিষয়টা এমন যে, এখন রনিকে দিয়ে আমাদের কিপিং করাতে হচ্ছে।’
এদিকে ইনজুরির কারণে সিলেট দলকে দুর্ভাগা মনে হচ্ছে বলে মন্তব্য করেন আরিফুল। তিনি বলেন, ‘দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাহকিমের পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’
এছাড়া, বিপিএলের চলমান একাদশ আসরে সিলেট স্ট্রাইকার্স ৭ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। ৯ ম্যাচে তাদের জয় মাত্র ২টি, ফলে ৪ পয়েন্ট পাওয়া দলটির প্লে-অফে খেলার সম্ভাবনা একপ্রকার অনিশ্চিত। বাকি ৩টি ম্যাচ জিতলেও তাদের জন্য প্লে-অফে যাওয়ার আশা থাকবে নানা প্রশ্নের মুখে।
সুপ্তি / টিডিএস