প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

স্পোর্টস ডেস্ক

বিপিএলে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হওয়ায় আলিস আল ইসলামকে পরীক্ষা দিতে হয়েছে। ৮ ম্যাচে ১২ উইকেট শিকারের পরেও কর্তৃপক্ষের নির্দেশে তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে পরীক্ষা দিয়েছেন আলিস। আজ অথবা আগামীকাল ফলাফল জানা যেতে পারে। তিনি পাশ করতে পারলে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে চিটাগাং কিংসের জন্য বড় ভূমিকা রাখতে পারে।

বুধবার (২২ জানুয়ারি ) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে দেখা গিয়েছে তাকে। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে সন্দেহ প্রকাশ করা হয় এবং তাকে পরীক্ষা দিতে বলা হয়।

এই ধরনের পরিস্থিতি যে কোনো খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জিং। বোলিং অ্যাকশন সংশোধনের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ এবং খেলার ধারাকে প্রভাবিত করতে পারে। সবাই অপেক্ষায় রয়েছে পরীক্ষার ফলাফলের জন্য।

তবে এটা নতুন কোন ঘটনা নয়। ২০১৯ সালে বিপিএল-এ ঢাকা ডাইনামাইটসের জার্সিতে খেলার সময়ও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এই খেলোয়াড়কে।

ইউএ / টিডিএস

You may also like