টানা আট ম্যাচ জেতা রংপুরকে হারালো রাজশাহী

স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্স যেন এবারের বিপিএলে অজেয় হয়ে উঠেছিল। কোনো দলই তাদের সামনে প্রতিরোধ গড়তে পারছিল না। টানা আট ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

তবে অবশেষে রাইডার্সদের জয়রথ থামালো দুর্বার রাজশাহী। ২৪ রানের জয়ে প্লে-অফের সম্ভাবনা আরও জোরালো করেছে তাসকিন আহমেদের দল। চতুর্থ জয়টি নিশ্চিত করে তারা ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে।

রংপুরের সামনে ১৭১ রানের লক্ষ্য ছিল, কিন্তু রান তাড়ায় শুরু থেকেই সমস্যা দেখা দেয়। মাত্র ১৫ রানে তারা হারায় ৩ উইকেট। প্রথম ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হন ইরফান শুক্কুর (০)। চতুর্থ ওভারে এসএম মেহরুব টানা দুই বলে ফেরান স্টিভেন টেলর (৪) আর ইফতিখার আহমেদকে (০)।

খুশদিল শাহও ১৩ বলে ১৪ রান করেই আউট হন। সাইফ হাসান ২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে শফিউল ইসলামের শিকার হন। শেখ মেহেদী ১৩ বল খেলে করেন ৮ রান। একশো রান আগেই (৯১ রানে) ৬ উইকেট হারিয়ে রংপুর ম্যাচ থেকে ছিটকে যায়।

অধিনায়ক নুরুল হাসান সোহান আবারও দলের হাল ধরেছিলেন, কিন্তু তার ২৬ বলে ৪১ রান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ১৪ বলে ২৩ রানও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।

রায়ান বার্ল ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন, তাসকিন আহমেদ এবং এসএম মেহরুব দুইজনই ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে দুর্বার রাজশাহী ১৬ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করেছিল, তবে শেষ ৪ ওভারে তারা মাত্র ১৭ রান যোগ করে এবং ৫টি উইকেট হারায়। ফলে, রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে।

সুপ্তি / টিডিএস

You may also like