4
শেষ পর্যন্ত ডেভিড মালানের ফিফটিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল।
রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে বরিশাল জয় পায়।
পাওয়ার প্লেতেই পাঁচ ব্যাটার হারিয়ে চিটাগাং কিংস বিপদে পড়ে। এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনোরকমে ১২১ রান পৌঁছায়। ছোট পুঁজি নিয়ে কিংসের বোলাররাও বেশি লড়াই করতে পারেনি। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।