মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি পর্বের ম্যাচে টাইব্রেকারে মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে পরাস্ত করল ইন্টার মায়ামি। তবে ম্যাচটির পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির গোল উদযাপন।
শনিবার (১৮ জানুয়ারি) লাস ভেগাসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ৯০ মিনিটে ২-২ গোলের সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় লাভ করে মায়ামি।
ম্যাচের প্রথমার্ধের ৩১তম মিনিটে হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় আমেরিকা। তবে তিন মিনিটের মধ্যে মায়ামি সমতায় ফেরে। লুইস সুয়ারেজের ক্রসে মেসির হেডে আসে গোল। গোলের পর মেসি তার সাধারণ উদযাপন থেকে সরে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন।
গ্যালারিতে আমেরিকার সমর্থকরা তাকে দুয়ো দিলে মেসি তার জার্সি দেখিয়ে আঙুল দিয়ে শূন্যের চিহ্ন দেখান। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন মেসি মেক্সিকোর শূন্য বিশ্বকাপ শিরোপা এবং আর্জেন্টিনার তিনটি শিরোপা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
৬৬ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। এর আগে মায়ামি ৫৩ মিনিটে ২-১ গোলে পিছিয়ে থাকলেও পরে যোগ করা সময়ে তমাস আভিলেস গোল করে সমতা আনে। এরপর টাইব্রেকারে জয়লাভ করে তারা।
এখন মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ দিয়ে মৌসুম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আরও চারটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।