নিজের সেরা সময় ইউরোপে কাটানোর পর লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েছেন। বয়স ও ফিটনেসের দিক থেকে তিনি ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও, তার পারফরম্যান্স এখনও মুগ্ধ করে গাভিকে। গাভির মতে, এখনো মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই তিনি তরুণ খেলোয়াড় লামিন ইয়ামালকে স্থান দিয়েছেন।
বার্সেলোনায় অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন লামিন ইয়ামাল। বয়সে তরুণ হলেও তার স্কিল দিয়ে ইতোমধ্যে সবার মনে জায়গা করে নিয়েছেন এই স্প্যানিশ তারকা। জাতীয় দলেও তিনি নিয়মিত পারফর্মার।
চলতি বছরেও ১৭ বছর বয়সী এই উইঙ্গার দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। এবছরের মৌসুমে তিনি ইতোমধ্যে ৯টি গোল করেছেন এবং ১৩টি অ্যাসিস্টও করেছেন। সব মিলিয়ে তিনি এখন সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন।
ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে গেছেন কি না? এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, ‘হ্যাঁ, সে সেরা…।” তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, ‘ওয়েল… লিওেনল মেসির পর… মেসির পর সে (ইয়ামাল) সেরা।’
ইয়ামালকে নিয়ে গাভির এমন মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককেও। তিনি বলেন, ‘আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)।’
‘এটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভা ফুটে ওঠে এবং সে (ইয়ামাল) এটি এর মধ্যেই অনেকবার দেখিয়েছে। সে খুব ভালো পথেই আছে। তবে তার যত্ন নিতে হবে আমাদের।’-যোগ করেন তিনি।