বৈভবের বিশ্বরেকর্ডে বড় পুরস্কারের ঘোষণা

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মতো মর্যাদাপূর্ণ আসরে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে এখন প্রশংসার কেন্দ্রবিন্দুতে ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে আইপিএলে সুযোগ পাওয়া এই প্রতিভাবান ক্রিকেটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নিজেকে প্রমাণ করেছেন। মাত্র ৩৫ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে গড়েছেন অনন্য কীর্তি।

এই ঐতিহাসিক ইনিংসের পর বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত পুরো ভারত, বিশেষ করে তার নিজ রাজ্য বিহার। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বৈভবের সাফল্যের মধ্য দিয়ে বিহারের ক্রিকেট নতুন করে আলোচনায় এসেছে—যা রাজ্যের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

১৪ বছর বয়সী এই বিস্ময় বালককে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১০ লাখ রুপি অর্থমূল্যের পুরস্কার। তিনি জানান, আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার পরই ফোনে বৈভবকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বৈভবকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন,‘ ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৪ বছর) সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা। নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরেই ভারতীয় ক্রিকেটের নতুন আশায় পরিণত হয়েছে সে। তাকে নিয়ে সবাই গর্বিত। বৈভব সূর্যবংশী ও তার বাবার সঙ্গে ২০২৪ সালে একবার দেখা হয়েছিল। সেই সময় বৈভবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলাম।’

ইউএ / টিডিএস

You may also like