নিষেধাজ্ঞার আগেই ছিটকে গেলেন রুডিগার

স্পোর্টস ডেস্ক

এন্টোনিও রুডিগারকে ঘিরে আলোচনার মূল বিষয় ছিল তিনি কত ম্যাচ নিষিদ্ধ হবেন। তবে এর মধ্যেই আসল এক ভিন্ন খবর। হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের এই জার্মান ডিফেন্ডার অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তার বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ আমাদের খেলোয়াড় এন্টোনিও রুডিগারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের তত্ববধানে অভিজ্ঞ সার্জেন ড. ম্যানুয়েল লেয়েস রুডিগারের অস্ত্রোপচার করেন। খুব শিগগিরই রুডিগার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’

ইএসপিএনকে দেওয়া এক সূত্রের তথ্যমতে, রুডিগার অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। এর মানে চলতি মৌসুমে আর লা লিগায় মাঠে নামা হচ্ছে না তার। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রিয়াল মাদ্রিদ চাইছে, আগামী প্রাক-মৌসুমের আগেই এই গুরুত্বপূর্ণ সেন্টার-ব্যাককে পুরোপুরি ফিট করে তোলা। এজন্য ক্লাব কোনো ঝুঁকি নিতে নারাজ।

এদিকে রুডিগারের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা উঠে আসে কোপা দেল রে ফাইনালের ঘটনার পর। গত শনিবার বার্সেলোনার বিপক্ষে ৩–২ গোলে হেরে যাওয়ার ম্যাচে শেষ বাঁশি বাজার আগে রেফারির এক সিদ্ধান্তে রেগে গিয়ে বেঞ্চ থেকে উঠে পড়েন রুডিগার। সতীর্থরা তাকে থামালেও অভিযোগ উঠেছে রিয়ালের বেঞ্চ থেকে রেফারির দিকে বরফের টুকরা নিক্ষেপ করা হয়—যা করেছেন রুডিগারই।

তবে এর মধ্যেই নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন রুডিগার। কিন্তু সেটি তার শাস্তি কমানোর ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা এখনো নিশ্চিত নয়।

এএফপির তথ্যমতে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই হাঁটুর অস্ত্রোপচারে মাঠের বাইরে চলে গেলেন রুডিগার।

ইউএ / টিডিএস

You may also like