Home » বিপিএল: পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বাতিল

বিপিএল: পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহী ক্রিকেটারদের অনুশীলন বাতিল

ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বিপিএল। চট্টগ্রাম পর্বে খেলার জন্য এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল রাজশাহী দুর্বারের। তবে হঠাৎ করেই দলটি তাদের অনুশীলন বাতিল করে দেয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল তাদের। তবে সকাল পৌনে ১১টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

অনুশীলন বাতিলের কারণ অনুসন্ধান করলে জানা যায়, ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে তারা অনুশীলন বয়কট করেছেন।

দলের একজন ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি। যার কারণে তারা অনুশীলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক পাননি। তবে কোচরা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দলটির ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুশীলন বাতিলের ব্যাখ্যায় বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।

বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। টুর্নামেন্টের মাঝপথে এসে এ বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি, যদিও বিসিবি বারবার আশ্বাস দিয়েছে যে, তারা দ্রুত এ সমস্যার সমাধান করবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিল।

এবারের বিপিএলে ভালো পারফর্ম করতে পারছে না রাজশাহী। ছয় ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা, যেখানে এনামুল হক বিজয় এবং তাসকিন আহমেদদের নেতৃত্বে দলের আশা বেশি ছিল। চট্টগ্রাম পর্বে রাজশাহীর চারটি ম্যাচ খেলার কথা রয়েছে।

You may also like