রিয়াল মাদ্রিদে এলো নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষের পথে। বড় কোনো অঘটন না ঘটলে, আসন্ন জুনেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এই কোচ। ক্রীড়া সাংবাদিকতা জগতের দুটি নির্ভরযোগ্য সূত্র—‘দ্য অ্যাথলেটিক’ এবং স্কাই ইতালিয়ার ফ্যাব্রিজিও রোমানো—দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের তথ্যমতে, ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়বেন।

দুই দফায় রিয়ালের ডাগআউটে থাকা এই ইতালিয়ান কোচ প্রথমবার দায়িত্ব নেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। তখনই ‘লা ডেসিমা’—রিয়ালের দশম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের কৃতিত্ব তার দখলে আসে। দ্বিতীয় মেয়াদে ২০২১ সাল থেকে ফের দায়িত্বে এসে জিতেছেন আরও একটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

এখন প্রশ্ন উঠেছে—কে হবেন আনচেলত্তির উত্তরসূরি?

রিয়াল আপাতত ক্লাব বিশ্বকাপের জন্য একজন অন্তর্বর্তী কোচ নিয়োগের পরিকল্পনা করছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন আনচেলত্তির ছেলে ও রিয়ালের সহকারী কোচ দাভিদ আনচেলত্তি এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারি। ড্রেসিংরুমে জনপ্রিয় দাভিদ উয়েফা প্রো লাইসেন্সধারী, এবং দীর্ঘদিন ধরেই বাবার কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে, সোলারি এর আগেও অন্তর্বর্তী কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব সামলেছেন এবং ক্লাবের দুঃসময়ে পাশে থাকার পরিচিতি আছে তার।

তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক রেলেভো-এর সাংবাদিক মাত্তেও মোরেত্তোর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শীর্ষে আছেন জাবি আলোনসো। জানা গেছে, আলোনসোর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা হয়েছে এবং তিনি এখন “মাত্র একধাপ দূরে” রিয়ালের পরবর্তী প্রধান কোচ হওয়ার।

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে অসাধারণ সময় কাটিয়েছেন আলোনসো। তার অধীনে দলটি গেল মৌসুমে বুন্দেসলিগায় প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়—একটি ঐতিহাসিক অর্জন। যদিও লিভারপুলের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এই মিডফিল্ডার হয়তো এবার ফিরতে চলেছেন নিজের সাবেক ক্লাবে—তবে এবার ডাগআউটের নেতৃত্বে।

You may also like