বাংলাদেশে হচ্ছে ফুটবলের দীর্ঘতম ম্যাচ

স্পোর্টস ডেস্ক

মাত্র ৯০ মিনিটের ফুটবল ম্যাচ, কিন্তু শেষ হতে সময় লেগেছে পুরো ৫ দিন! ফলাফল—বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ফুটবল ম্যাচের রেকর্ড এখন বাংলাদেশের দখলে।

গত ২২ এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল ফেডারেশন কাপের ফাইনাল। তবে ঝড়ো আবহাওয়া ও আলোকস্বল্পতার কারণে অতিরিক্ত সময় চলাকালেই খেলা স্থগিত হয়ে যায়। ম্যাচের বাকি থাকা ১৫ মিনিট মাঠে গড়াবে আজ (২৯ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে। এর মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ—রেকর্ড গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ে চলা একটি অফিসিয়াল ফুটবল ম্যাচ হিসেবে।

এর আগে ২০২৩ সালে ইউক্রেনের শীর্ষ লিগের দিনপ্রো-১ বনাম অলোকসান্দ্রিয়ার ম্যাচ ছিল সর্বাধিক দীর্ঘ, যা শেষ হতে সময় নিয়েছিল ৪ ঘণ্টা ৩৬ মিনিট। সে ম্যাচে রুশ হামলার আশঙ্কায় বাজানো হয়েছিল ‘এয়ার সাইরেন’, খেলোয়াড়েরা আশ্রয় নিয়েছিলেন ড্রেসিংরুমে, খেলা পুনরায় শুরু হয়ে শেষ হয় ঘন্টা চারেক পর।

তবে একটানা খেলা হিসেব করলে সবচেয়ে দীর্ঘ ম্যাচ হয়েছিল ১৯৪৬ সালে, ইংল্যান্ডে স্টকপোর্ট কাউন্টি ও ডনকাস্টার রোভার্সের মধ্যে—যা গোল না হওয়া পর্যন্ত চলেছিল ৩ ঘণ্টা ২৩ মিনিট। তখন ছিল না পেনাল্টি শ্যুটআউট, ম্যাচ চলত যতক্ষণ না কেউ গোল করত। এ থেকেই পরবর্তীতে আসে গোল্ডেন গোলের ধারণা।

অবশ্য অপেশাদার বা প্রীতি ম্যাচ হিসেবে সবচেয়ে দীর্ঘ ম্যাচের রেকর্ড ২০১৯ সালে ওয়েলসে অনুষ্ঠিত ১৬৯ ঘণ্টার এক ম্যাচের দখলে। সেখানেও খেলোয়াড়দের জন্য ঘুমানোর সুযোগ রাখা হয়েছিল। তবে সেটি ছিল আনুষ্ঠানিক নয়, আর বাংলাদেশের ফেডারেশন কাপ ফাইনাল একটি অফিসিয়াল প্রতিযোগিতা—যার পেছনে রয়েছে স্পষ্ট আইন।

বাফুফের ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ কারণে ম্যাচ বন্ধ হলে, খেলা শুরু হবে সেই জায়গা থেকেই। অতিরিক্ত সময়েও খেলা বন্ধ হলে, তা পরবর্তী সময়ে নির্ধারিত দিনে আবার শুরু করা হবে। ফাইনাল ম্যাচটিও তাই নতুন করে নয়, পূর্বের স্থগিত জায়গা থেকেই আবার মাঠে গড়াচ্ছে।

প্রথমার্ধেই উত্তেজনা ছড়ানো এই ম্যাচে দেখা গেছে ২টি গোল ও ৮টি কার্ড। কে জানতো, একটি বাইলজের সুবাদে বাংলাদেশ নিজেদের ফুটবল ইতিহাসে নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসেই স্থান করে নেবে!

You may also like