হামজা চৌধুরীর জাতীয় দলে আগমন বাংলাদেশের ফুটবলে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে আয় বাড়াতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের মূল লক্ষ্য এখন ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে আয় বৃদ্ধি।
এ বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ নিজেদের মাঠে তিনটি ম্যাচ খেলবে—১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, এরপর অক্টোবরে হংকং এবং নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ। এসব ম্যাচ ঘিরে বাফুফে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা করেছে।
গতকাল বাফুফে ভবনে আয়োজিত এক সভায় বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চৌধুরী বলেন, “আমরা চাই এই ম্যাচগুলো থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করতে। ফুটবল ফেডারেশনের আয়ের উৎস খুব সীমিত। ঘরের মাঠে তিনটি ম্যাচ পাওয়ায় এ সুযোগ কাজে লাগিয়ে রাজস্ব বৃদ্ধির চেষ্টা করছি।”
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করা হবে জানিয়ে তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত করিনি কোন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হবে। দর্শকদের জন্য সুবিধাজনক উপায় খুঁজে বের করতে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করছি। আগামী ১০ দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ৩১ মে থেকে। ৫ জুন একটি প্রীতি ম্যাচও খেলবে দলটি। ওই ম্যাচে হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ফাহাদ করিম বলেন, “তার সঙ্গে কোচ সরাসরি যোগাযোগ করছেন। এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে সম্ভাবনা আছে সে প্রস্তুতি ম্যাচে খেলবে।”