গত এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার দিনই দুটি ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পান গম্ভীর। ঘটনার পরপরই তার নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথমে ধারণা করা হচ্ছিল, কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হুমকির পেছনে রয়েছে। তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। গম্ভীরকে হুমকি দেওয়ার ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, জিগনেশ সিং পারমারকে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারমারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ জানায়, সন্দেহজনক একটি জায়গা থেকে ইমেইল দুটি পাঠানো হয়, যেগুলো গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেইল আইডিতে আসে। দুইটি ইমেইলেই লেখা ছিল একই বাক্য: “আমি তোমাকে খুন করবো।” এই হুমকির সময় ও স্থানের সাথে পহেলগামের ঘটনার মিল রয়েছে, যেখানে ২২ এপ্রিল প্রাণ হারান প্রায় ২৬ জন।
সেন্ট্রাল জেলার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষ বর্ধন জানান, পারমার মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার পরিবার দাবি করেছে। বিষয়টি এখনও তদন্তাধীন।
দিল্লি পুলিশের নিরাপত্তা তালিকাভুক্ত ব্যক্তি হওয়ায় গম্ভীরের নিরাপত্তা বিষয়ে সরাসরি মন্তব্য করা হয়নি। তবে ২০২২ সালেও গম্ভীর এ ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সেই সময় থেকেই তার ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়।
উল্লেখ্য, গৌতম গম্ভীর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২4 সালে তাকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই। তার কোচিংয়ে ২০২৫ সালের মার্চে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দুবাইয়ে।