২২৭ রানে ৯ উইকেট হাতে নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে দিনের প্রথম বলেই সেই ইনিংসের পরিসমাপ্তি ঘটে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগের দিনই ফাইফার পূর্ণ করেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিন শুরুতেই তুলে নিলেন নিজের ষষ্ঠ উইকেট, আর তাতেই শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
দ্বিতীয় দিনের প্রথম বলেই ক্রিজ থেকে খানিকটা সুইং এবং বাউন্স পেয়েছিলেন তাইজুল। বাইরের দিকে বেরিয়ে যাওয়া সেই বলটি খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্লেসিং মুজারাবানি। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
তাইজুল অবশ্য আগের দিন শেষ বিকেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ৮১তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া নিক ওয়েলচকেও সুবিধা করতে দেননি বাঁহাতি এই স্পিনার। তাইজুলের ওই জোড়া আঘাতেই জিম্বাবুয়ে পড়ে যায় ব্যাকফুটে।
এর আগে, জিম্বাবুয়ের ইনিংস শুরুটা ভালোই ছিল। দুই ওপেনার বেনেট ও বেন কারেন জমে উঠেছিলেন। অভিষিক্ত তানজিম সাকিবের প্রথম টেস্ট উইকেট ছিল বেনেট। আর বেন কারেনকে ফিরিয়ে শুরুটা ভাঙেন তাইজুল। পরে নিক ওয়েলচ ও শন উইলিয়ামস গড়েন গুরুত্বপূর্ণ এক জুটি, যা কিছুটা চাপে ফেলেছিল বাংলাদেশকে।
তবে নাইম ইসলামের চার বলের ব্যবধানে দুই উইকেট নেওয়ায় ম্যাচে ফেরে টাইগাররা। এরপর জিম্বাবুয়ের ইনিংসে ধস নামে। তাইজুলের ৬ উইকেট ও নাইমের ৩ উইকেটের যৌথ প্রচেষ্টায় ২২৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ম্যাচের শুরুতেই নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ।
ইউএ / টিডিএস