দর্শকখরা কাটাতে যে নতুন উদ্যোগ বিসিবির

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সিরিজে দেখা যাচ্ছে তীব্র দর্শক সংকট। মাঠে দর্শকের এমন অনুপস্থিতি ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করেছে।

সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ওই দিন শিক্ষার্থীরা ফ্রি-তে খেলা উপভোগ করতে পারবে।

তবে মাঠে প্রবেশের জন্য শিক্ষার্থীদের কিছু নিয়ম মানতে হবে। গেট দিয়ে ঢোকার সময় অবশ্যই ইউনিফর্ম পরা থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র।

এর আগে সিলেট টেস্টেও দেখা গেছে দর্শকখরা। টেস্টের পুরো চারদিনেও গ্যালারি ছিল প্রায় ফাঁকা। একই অবস্থা দেখা যায় চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও যেখানে জিম্বাবুয়ে দিন শেষ করে ৯ উইকেটে ২২৭ রান তুলে।

ইউএ / টিডিএস

You may also like