নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতেছে ৭টি পদক—তবে সবকটিই ব্রোঞ্জ। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ দুই বিভাগে এসব পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে।
এই টুর্নামেন্টটি ছিল এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বও। মূল পর্বে জায়গা পেতে কমপক্ষে রৌপ্যপদক প্রয়োজন ছিল, কিন্তু সেটি অর্জন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে এবারের আসর থেকে শুধু ব্রোঞ্জ নিয়েই ফিরতে হয়েছে। ২০২২ সালে ছেলেদের বিভাগে সোনা এবং ২০২৪ সালে রৌপ্য জিতে মূল পর্বে উঠেছিল বাংলাদেশ, কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি হয়নি।
পদক সংখ্যা বাড়লেও লক্ষ্য পূরণ না হওয়ায় এ সফরকে মোটের ওপর ব্যর্থই মনে করছেন টেবিল টেনিস সংশ্লিষ্টরা। এবারের দল গঠনে বেশিরভাগ খেলোয়াড়ই এসেছিলেন বিকেএসপি থেকে, যারা বছরজুড়ে নিয়মিত অনুশীলনে থাকেন। তা সত্ত্বেও তারা পূর্ববর্তী সাফল্যের ধারা ধরে রাখতে পারেননি।
কাঠমান্ডুর এই ব্যর্থতার পর এখন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির দৃষ্টি আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমসের দিকে। কর্মকর্তারা জানিয়েছেন, এবার তারা আরও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে ভালো ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।