শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আরও কঠোর অবস্থানে গেছে ভারত সরকার। নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। এদের বিরুদ্ধে উসকানিমূলক, মিথ্যা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজ। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও যেটি ভারতীয় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। সেখানে ক্রিকেট বিশ্লেষণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে ভিডিও কনটেন্ট প্রকাশ করতেন তিনি।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি এই চ্যানেলগুলো থেকে ভারতবিরোধী বক্তব্য, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অপপ্রচার এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল। পেহেলগামের হামলার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত শোয়েব আখতার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভবিষ্যতে তার চ্যানেল ভারতে আবার চালু হবে কি না সেটিও অনিশ্চিত।

ইউএ / টিডিএস

You may also like