মালিঙ্গাকে ছাপিয়ে গেলেন বুমরাহর রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ম্যাচের তৃতীয় ওভারে বল হাতে এসে এইডেন মার্করামকে ফেরাতেই ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটি এবার এককভাবে নিজের করে নিলেন ভারতের এই তারকা পেসার।

রবিবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামা বুমরাহ ২২ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। আইপিএল ক্যারিয়ারে এটি তার তৃতীয়বার এক ম্যাচে চার উইকেট নেওয়ার কীর্তি।

এই ম্যাচ শুরুর আগে বুমরাহ মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। কিন্তু নিজের প্রথম ওভারেই সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তিকে পেছনে ফেলে দেন তিনি।

মালিঙ্গা ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে ১২২ ইনিংসে শিকার করেন ১৭০ উইকেট। সেই রেকর্ড ছাড়িয়ে যেতে বুমরাহর লেগেছে ১৩৯ ইনিংস।

২০১৩ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই বুমরাহ শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন। যদিও পিঠের চোটের কারণে তিনি খেলতে পারেননি ২০২৩ সালের আসরে এবং চলতি মৌসুমের শুরুতেও কিছু ম্যাচ। এ মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন তিনি।

সব মিলিয়ে আইপিএলে বুমরাহর উইকেট সংখ্যা এখন ১৭৪টি যা টুর্নামেন্ট ইতিহাসে তাকে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সপ্তম স্থানে রাখে। আর সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৩০৪টিতে।

ইউএ / টিডিএস

You may also like