২০২৬ আইপিএলেও খেলবেন ধোনি

স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস দশম স্থানে অবস্থান করছে। ৯টি ম্যাচ খেলে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার একদম নিচে রয়েছে দলটি। অধিনায়ক পরিবর্তনেও কোনো উন্নতি হয়নি এবং দলটি জয়ের পথে এগোতে পারছে না।

এই পরিস্থিতিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না মনে করেন ধোনি আগামী মৌসুমেও খেলবেন।

সম্প্রতি স্পোর্টস উপস্থাপক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সুরেশ রায়না বলেন, ‘আশা করি পরের মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আর ধোনি অবশ্যই আরও এক মৌসুম খেলবেন।’

চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে রায়না বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-প্রতিটি বিভাগেই দল খুব বাজেভাবে খেলেছে। পরের মৌসুমের ভিত্তি গড়ে তুলতে হবে নিলামে।’

নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না আরও বলেন, ‘সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমি কখনও নিলামের অংশ হইনি, এমনকি ধোনিও খুব বেশি জড়িত থাকেন না। হয়তো ৪-৫ জন খেলোয়াড়ের নাম দেন যাদের তিনি চান, তাদের মধ্যে কাউকে রাখা হয়, আর কাউকে না। মূল সিদ্ধান্ত নেয় কোর গ্রুপ।’

ধোনি নিজেও এবারের মৌসুমে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি তবে রায়নার মতে, ৪৩ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। তিনি বলেন, ‘ধোনি কেবল তার নাম, ব্র্যান্ড, এবং ভক্তদের জন্য খেলছেন-তা-ও পুরো চেষ্টা দিয়ে। উইকেটকিপিং করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু বাকি দশজন কী করছে? যারা ১৮ কোটি, ১৭ কোটি, ১২ কোটির চুক্তিতে খেলছে-তারা অধিনায়কের জন্য কী করছে?’

ইউএ / টিডিএস

You may also like