রিয়াল ছাড়ার আলোচনায় বসছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

কোচিং ক্যারিয়ারে চলতি মৌসুমটা কার্লো আনচেলত্তির জন্য বেশ হতাশাজনক। ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে—দুটি বড় শিরোপাই হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। লা লিগার শিরোপাও ফসকে যাওয়ার পথে। মাত্র পাঁচ ম্যাচ বাকি থাকতে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পিছিয়ে আছে ৪ পয়েন্টে। এমন অবস্থায় আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা—তিনি কি বার্নাব্যুতে থাকবেন নাকি বিদায় বলবেন?

এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আনচেলত্তি। তবে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের দাবি, মৌসুম শেষে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান কোচ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক আলোচনায় বসবেন তিনি।

৬৫ বছর বয়সী আনচেলত্তির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে চলতি মৌসুমে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে টানা তিনবার হেরে যাওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। ইএসপিএনের তথ্য অনুযায়ী, আনচেলত্তির প্রতিনিধিরা ইতিমধ্যেই ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনায় বসেছেন।

সূত্র আরও জানিয়েছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর আনচেলত্তি ও পেরেজের মধ্যে আলোচনা হবে এবং সম্ভবত তখনই আনুষ্ঠানিক বিদায় চূড়ান্ত হবে।

রিয়ালের ইতিহাসে আনচেলত্তি অন্যতম সফল কোচ। দুই দফায় ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। গেল শনিবারের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “আমি থাকবো কি না, এখনই বলার সময় নয়। এটি আগামী কয়েক সপ্তাহের বিষয়। আমরা এখনো লা লিগার জন্য লড়াই করছি। মৌসুম শেষে ক্লাবের সঙ্গে আলোচনা করবো।”

আনচেলত্তির বিদায়ের পর কে হবেন রিয়ালের পরবর্তী কোচ, সে বিষয়ে ইএসপিএন কোনো নিশ্চিত তথ্য দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্বল্পমেয়াদে অন্তর্বর্তী কোচ নিয়োগের পরিকল্পনা করছে রিয়াল। সম্ভাব্য বিকল্প হিসেবে নাম আসছে ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গঞ্জালেজ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ আলভারো আরবেলোয়ার।

You may also like