ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টানা তৃতীয়বারের মতো।
রবিবার (২৭ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি-ফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের শুরুতেই দাপট দেখায় সিটি। মাত্র প্রথম মিনিটেই মাতেও কোভাচিচের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার রিকো লুইস। এরপর প্রথমার্ধে আরও পাঁচটি শট নেয় সিটি, তবে ফরেস্টের গোলরক্ষক ও ডিফেন্স তাদের রক্ষা করেন। অন্যদিকে প্রথমার্ধে নটিংহ্যাম ফরেস্ট একটি শটও নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ফের আক্রমণাত্মক শুরু করে সিটি। ম্যাচের ৫১তম মিনিটে কর্নার থেকে ওমার মার্মাউশের পাসে দুর্দান্ত এক হেডে গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি।
নটিংহ্যাম ফরেস্ট ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৬৬তম মিনিটে মর্গ্যান গিবস-হোয়াইটের নেওয়া ভলি সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। এরপর গিবস-হোয়াইট ও তাইয়ো আয়োনির দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে এতকিছু করেও তারা ম্যাচে ফিরতে পারেনি।
বর্তমানে হতাশাজনক এক মৌসুম কাটালেও এফএ কাপই এখন ম্যানচেস্টার সিটির একমাত্র ট্রফি জয়ের সম্ভাবনা। ১৭ মে ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে সিটি যেখানে তারা শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে।
ইউএ / টিডিএস