এবারের আসরটা এখন পর্যন্ত একেবারেই সুখকর যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের জন্য। ড্রাফটের পর যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবা হচ্ছিল, তারা এখন আসরের মাঝপথে এসে তলানির দিকে লড়াই করছে। সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাওয়া ৫ উইকেটের জয় অবশ্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে; এতে পয়েন্ট তালিকায় উঠেছে তারা অষ্টম স্থানে।
চেন্নাইয়ের বিপক্ষে এম চিদাম্বারাম স্টেডিয়ামে এটিই সানরাইজার্সের প্রথম জয়। চলতি মৌসুমে ৯ ম্যাচ শেষে এটি তাদের তৃতীয় জয়ও বটে। গুরুত্বপূর্ণ এই জয়ের পর দলের সবাই পেয়েছেন ছোট্ট এক ছুটি, আর সেই ছুটিতেই প্যাট কামিন্সের নেতৃত্বে পুরো দল পাড়ি দিয়েছে মালদ্বীপে।
টুর্নামেন্টে সানরাইজার্সের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে, আগামী ২ মে। তার আগে মানসিকভাবে চাঙ্গা হতে এবং দলগত আবহ আরও দৃঢ় করতেই এই সংক্ষিপ্ত ভ্রমণের আয়োজন। দলের সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপ ভ্রমণের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে দেখা গেছে, সাগরপাড়ের সৌন্দর্য উপভোগ করছেন সবাই।
তবে মালদ্বীপ সফর শেষে আইপিএলে ফিরেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে হায়দরাবাদের জন্য। লিগ পর্বে তাদের হাতে রয়েছে মাত্র ৫টি ম্যাচ। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের কোয়ালিফায়ারে যেতে হলে এই ৫ ম্যাচেই জয় ছিনিয়ে আনতে হবে। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় কাজটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।