৪
কয়েকদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলছে চরম নাটকীয়তা। বেশিরভাগ ঘটনাই ঘটছে মাঠের বাইরের অঙ্গনে। তবে সেই সব আলোচনার মাঝেই মাঠের খেলায় নিজেদের প্রভাব রাখল মোহামেডান। জমজমাট এক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ডিপিএলের অলিখিত ফাইনাল।
ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। শেষ দুই বলে ৭ রান দরকার ছিল মোহামেডানের। এমন চাপের মুহূর্তে দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয় তারা, ৪ উইকেট হাতে রেখেই। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ঐতিহ্যবাহী দলটি।